রেজাউল করিম, শেরপুর: নিখোঁজের ১১ দিন পর ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের আব্দুস সামাদ ওরফে ফকির আলী (২৯) নামের এক কাঠমিস্ত্রির লাশ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাড়ির পাশের একটি ঢোবা থেকে তার গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ফকির আলীর বড় ভাই আবুল কালাম তার লাশ সনাক্ত করেন।
পরিবার ও পুলিশ জানায়, গত ১১ দিন আগে ফকির আলী রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ব্যাপারে নিহতের পরিবার ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ ডোবায় লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্যে মৃতদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।