আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিদ্যুৎবিহীন ছয় গ্রামের মানুষ নতুন বিদ্যুৎ সংযোগ পেল। আজ রোববার উপজেলার মুশুদ্দি পূর্বপাড়া, ঘোণার ভাতকুড়া, ফুলবাড়ী, সৈদরপাড়া, কয়া-পাটাদহ ও খানপুর গ্রামে প্রায় আট কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন সাবেক খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ধনবাড়ী সাব জোনাল অফিসের এজিএম (কম) মো. আব্দুস সবুর, সাবেক ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর স্থানীয় এলাকা পরিচালক ও সচিব খ. বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান হযরত আলী, আরিফ বজলু, রফিকুল ইসলাম তালুকদার ফটিক প্রমুখ।
সভায় ধনবাড়ী সাব জোনাল অফিসের এজিএম (কম) মো. আব্দুস সবুর জানান, উপজেলার পৌরসভাধীন ছয় গ্রামে প্রায় আট কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইনের আওতায় ৫২৮ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা পেল।