প্রতিনিধি, খুলনা: টিউশন ফির উপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে খুলনায় ক্লাস বর্জন করে মানববন্ধন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ১১টায় মহানগরীর শিববাড়ী মোড়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের এই আন্দোলন শুধু সরকারের ভ্যাট বিষয়ক সিদ্ধান্তের বিরুদ্ধে, কোনোভাবেই সরকারের বিরুদ্ধে না। আমরা চাই সুষ্ঠুভাবে ক্লাসে ফিরে যেতে, অব্যাহত রাখতে চাই আমাদের শিক্ষা কার্যক্রম। শিক্ষা অর্জন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
এসময় তারা শিক্ষার উপর আরোপিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা, ভবিষ্যতে শিক্ষার্থীদের উপর কোনো কর আরোপ না করা, আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার দ্রুত বিচার, অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারসহ কয়েকটি দাবি তুলে ধরেন।
আন্দোলনরত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আশিকুর রহমান জানান, শিক্ষা একটি মৌলিক অধিকার। এই অধিকারের উপর কোনো রকম ভ্যাট মেনে নেওয়া হবে না। তিনি জানান, ভ্যাট প্রত্যাহার করা না হলে তাদের ভ্যাটবিরোধী এ আন্দোলন অব্যাহত থাকবে।