রেজাউল করিম বকুল, শেরপুর: পাতাবাহার খেলাঘর আসরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক।
পাতাবাহারের সভাপতি শিব শংকর কারুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী এ এইচ এম লোকমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, শেরপুর চেম্বার অফ কমার্সের সভাপতি মাসুদ মিয়া, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু প্রমুখ। বক্তব্য রাখেন শেরপুর সদর সার্কেলের এএসপি মো. শাহজাহান মিয়া, পাতাবাহারের সংগীত ও চারুকলা একাডেমির অধ্যক্ষ আলিমুল ইসলাম। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।