বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: কমলনগরে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার গভীর রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের মাস্টার মার্কেটে আগুন লাগে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান জানান, রাত একটার দিকে ওই মার্কেটের একটি কীটনাশকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর থেকে অগ্নিনির্বাপক দল এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সয়াবিনের গুদাম ও মুদি দোকানসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।
চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খোকন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তাদেরকে সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।