রতন সিং, দিনাজপুর: হিলি ও বিরামপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩৫ হাজার চকলেট বোমাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় আলাদা মামলা হয়েছে।
দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে জানা গেছে, আজ (সোমবার) ভোরে বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে বিজিবির টহলদল চোরাকারবারিদের ধাওয়া করলে তারা চারটি পোটলা ফেলে পালিয়ে যায়। ওই পোটলা থেকে প্রায় ২০ হাজার পিস চকলেট বোমা, ১২০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দুপুর ১২টায় দিনাজপুরের হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১৫ হাজার পিস চকলেট বোমা, ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটকরা হলো নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ গ্রামের তাহের আলীর পুত্র আশরাফুল ইসলাম (৩২) ও একই গ্রামের নুরুল ইসলামের পুত্র স্বপন (৩০)। তাদের হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।