প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর চারঘাটে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ওপর ক্ষোভ থেকে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী। আজ (সোমবার) বিকেলে মাড়িয়া এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে আছেন নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস পলাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম।
আবদুল কুদ্দুস পলাশ জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তিনি দুর্নীতির সঙ্গে থাকতে চান না। এ কারণে বিএনপিতে যোগ দিয়েছেন।