প্রতিনিধি, খুলনা: খুলনায় ৬ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের পাট আত্মসাতের অভিযোগে দৌলতপুরের দুই পাট ব্যবসায়ী ও সোনালী ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার বিকেলে দুদকের উপ-সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের চেয়ারম্যান মো. শফিউল হক, ব্যবস্থাপনা পরিচালক রবিউল হক, গোডাউন কিপার সোহেল হোসেন জোয়াদ্দার ও সোনালী ব্যাংক দৌলতপুর শাখার অফিসার এস এম ইমদাদুল হক। দৌলতপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির এ তথ্য জানিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, গোডাউনে পাটের মজুদ দেখিয়ে ব্যবসায়ীরা সোনালী ব্যাংকের দৌলতপুর করপোরেট শাখা থেকে সাড়ে ৬ কোটি টাকা ঋণ নেন। পরে গোডাউনে এই মূল্যের পাটের অস্তিত্ব পাওয়া যায়নি। এ জন্য তাদের চারজনের বিরুদ্ধে ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকার পাট আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।