মুশফিক আরিফ, বরগুনা: মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে বরগুনা পুলিশের উদ্যোগে লাইভ ব্লাড ব্যাংক খোলা হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় লাইভ ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. রুস্তম আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বলেন, এই ব্লাড ব্যাংকের মাধ্যমে বিনামূল্যে বরগুনার মুমূর্ষু রোগীদরেকে সেবা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রক্তের বিভিন্ন গ্রুপের ৬৩১ জন ব্লাড ডোনার সদস্যের তালিকা পাওয়া গেছে।