প্রতিনিধি, বরগুনা: বরগুনায় প্রায় সাত হাজার ফিস্টুলা রোগী রয়েছে। বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসবজনিত কারণে ফিস্টুলা রোগ হয়ে থাকে। সময়মতো চিকিৎসা করালে রোগী আরোগ্য হতে পারে। সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত বরগুনায় প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক অ্যডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।
আজ (মঙ্গলবার) আরডিএফ টাওয়ার মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তর, ইউএনএফপিএ এবং বিডব্লিউএইচসি যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বরগুনা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসান ঝন্টু, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার। সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার (সিভিল সার্জন অফিসার) ডা. মো. ইউনুস আলী। অ্যাডভোকেসি সভায় ২৫ জন সংবাদকর্মী অংশ নেন।