প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিল করা না হলে সব দোকান বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার দুপুরে ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আযিমের সঙ্গে দেখা করে দোকান বন্ধের প্রতীকী চাবি তুলে দেন।
ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, চলতি অর্থবছরে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) বিভিন্ন ট্রেড লাইসেন্স ফি কয়েকগুণ বাড়িয়েছে। ৭০০ টাকার ফি তিন হাজার, ২০০ টাকার ফি আড়াই হাজার টাকা করা হয়েছে। এক লাফে এমন ফি বৃদ্ধির প্রতিবাদে তারা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তারই অংশ হিসেবে মেয়রের সঙ্গে দেখা করেছেন। তাদের দাবি পূরণ না হলে নগরীর সব দোকান বন্ধ রাখা হবে।