আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহর উদ্দিনকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি নিগুয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি মাখল কাইলদার গ্রামে। তার মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা ও গফরগাঁয়ের পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, মহর উদ্দিন সোমবার রাতে পার্শ¦বর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার থেকে বাড়ি ফেরার পথে গফরগাঁওয়ে পাইথল ইউনিয়নের ডুবাইল গ্রামের বশিরের দোকানে চা পান করছিলেন। রাত ১০টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত মহর উদ্দিনকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুড়ে ও মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ১১টার দিকে মারা যান তিনি।
রাতেই পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার পায়ে এবং মাথায় গুলি ও রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই জহর আলী অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ নিয়ে মামলা দায়ের হয়েছে।