কাজী শাহেদ, রাজশাহী: জাতীয় আয়কর দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী কর অফিস থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চলতি কর বছরে সিটি করপোরেশন এলাকাসহ রাজশাহী কর অঞ্চলের পাঁচ জেলার সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা হিসেবে ৩০ জনকে সম্মাননা দেওয়া হয়।
এর মধ্যে রাজশাহী সিটি করপোরশনে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন- ফরিদ উদ্দীন, শামসুজ্জামান খান ও নাসিমুল গনি খান। একই সঙ্গে দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন বদরুদ্দোজা ও তাজকেরাতুল ইসলাম। এ দুই ক্যাটাগরিতে রাজশাহী কর অঞ্চলে সম্মাননা পান- রাজশাহী জেলায় মজির উদ্দিন, সাইফুল ইসলাম, ওসমান আলী ও আতাহার আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি। কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার দবির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহম্মদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী ও কর আপিল অঞ্চল রাজশাহীর কমিশনার হাফিজ আহম্মেদ মুর্শেদ।