হায়দার হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২, ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারে সাতটি ইউনিটের অধীনে ২০ বিভাগে সর্বমোট ১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হলো এ, বি, সি, ডি, ই, এফ এবং জি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর, ই, এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা আগামী ১ অক্টোবর রাত ১২টা ০১ মিনিট থেকে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) উল্লেখিত নিয়মাবলি অনুসারে অনলাইনে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির আবেদন করতে পারবে।