বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে মো. রুবেল হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ হাজিরহাট থেকে তাকে আটক করে পুলিশ। রুবেল চরফলকন এলাকার কামাল হোসেনের ছেলে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহাম্মদ জানান, উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার সময় বখাটে রুবেল দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছে। আজ সকালেও স্কুলে যাওয়ার সময় রুবেল ওই ছাত্রীকে ছাত্রীটি বিষয়টি প্রধান শিক্ষককে জানায়। পরে প্রধান শিক্ষক ঘটনাটি থানায় জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই বখাটেকে আটক করে।
তিনি আরো জানান, এ ব্যাপারে নিপীড়নের শিকার ওই স্কুলছাত্রীর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।