আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুর পৌরসভা উন্নয়নে ‘নর্দান বাংলাদেশ ইন্ট্রিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর আওতায় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালায় পৌর এলাকার বিভিন্ন সেবা গ্রহণকারী ও নাগরিকরা অংশ নেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন মধুপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মেহেদী হাসান মিনজু। মধুবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এই আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবিদেপ-এর কর্মকর্তা মোশাররফ হোসেন, ইকরামুল, অজিত কুমার চক্রবর্তী, মো. শফি উদ্দিন, টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি ডা. মীর ফরহাদুল ইসলাম মনি, কুমার গুহ নিয়োগী রানা, পৌরসভার সহকারী প্রকৌশলী শাহজাহান কবিরসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন স্তরের পৃথক কমিটির নারী-পুরুষ সদস্যরা বিভিন্ন কর্ম-অধিবেশনে পৌর এলাকার অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে স্বল্প এবং মধ্য মেয়াদে করণীয় বিষয়ের তালিকা তৈরি করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। অগ্রাধিকার ভিত্তিতে শহরের ভৌত অবকাঠামো এবং সেবা প্রদানে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।