এম. মিরাজ হোসাইন, বরিশাল: বরিশাল নগরীর বগুড়া রোড এবং মুন্সীর গ্যারেজ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে আটটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই অভিযানে ১০ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আ. রউফ মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট এবং প্রচার অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন পাওয়ায় খলিল স্টোর, খান স্টোর, স্নেহা ডিপার্টমেন্টাল স্টোর ও সৌরভ স্টোরের মালিকদের প্রত্যেককে দুই হাজার টাকা করে এবং তালুকদার স্টোর মালিককে ও আকন স্টোরের মালিকদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ৫০০ টাকা করে জরিমানা করা হয় আকরাম হোটেল ও বৈরাগী হোটেলের মালিককে। এসব দোকান থেকে ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক।