হায়দার হোসেন, গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় দুই শিশু পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া আশ্রয়ন প্রকল্পে ও রামচন্দ্রপুর গ্রামে।
এসব শিশুদেরকে বেশি বেতনের চাকরি ও টাকার প্রলোভন দিয়ে মঙ্গলবার দুপুরে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় জনগণ ও শিশুদের অভিভাবকরা টের পেয়ে পাচারকারী দুই নারীকে নিলফা বাসস্ট্যান্ডে একটি গাড়ি থেকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে টুঙ্গিপাড়া থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক বলেছেন, এরা একটি সংঘবদ্ধ শিশু ও নারী পাচারকারী দল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। চার শিশুকে তাদের বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে।