প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর): বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির পিরোজপুর জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদকে চিঠি দিয়ে জীবননাশের হুমকি দেয়া হয়েছে।
নাহিদ জানান, গত মঙ্গলবার বিকেলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিরোজপুর অফিস থেকে তার নামে আস একটি চিঠি তিনি গ্রহণ করেন। চিঠিটি ঢাকার ধানমন্ডির ১১/এ রোডের ৩৮নং বাড়ির ৪র্থ তলার ঠিকানা ব্যবহার করে পাঠানো হয়েছে। আর প্রেরকের নাম হিসেবে মো. হাবিব নাম ব্যবহার করা হয়েছে।
চিঠিতে নাহিদকে সাংবাদিকতা পেশা ছেড়ে দেয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। অন্যথায় তাকে হত্যা কিংবা পঙ্গু করা হবে। চিঠিতে আরো বলা হয়েছে, ‘অনেক বড় বড় সাংবাদিক আজ যারা বেশি লেখালেখি করছে তাদের মধ্যে অনেককে কুপিয়ে হত্যা করেছে। অনেকে বেঁচে থেকেও পঙ্গু, যেমন ফরিদপুরের প্রবীর সিকদার বেশী বোঝে আজ তাই পঙ্গু হয়ে গেছে। মামলা খেয়েছে। তুইতো চুনোপুঁটি । এখনও সময় আছে সাংবাদিকতা ছেরে দে, যদি মরতে না চাও।’
এ ব্যাপারে নাহিদ বলেন, জেলার কোথাও কারো সাথে আমার কোন দ্বন্দ্ব নাই। তাই কে তাকে হুমকি দিয়েছে, এ বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না।
নাহিদকে হুমকির ঘটনায় বুধবার দুপুরে তিনি কাউখালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। ডায়েরি নম্বর ৫২৯। কাউখালী থানার ডিউটি অফিসার এস আই ওসমান গণি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।