প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ – এ প্রতিপাদ্যকে ভিত্তি ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের ঈমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার আলমগীর কবীর।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আগে নিজ ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে। একজন মাদকসেবী বা মাদক ব্যবসায়ী কারো না কারো পরিবারের সদস্য। সে সমাজব্যবস্থা ও পারিপার্শ্বিকতার কারণে কোনো না কোনোভাবে মাদকাসক্ত হচ্ছে। তাদের এ পথ থেকে আমাদের রক্ষা করতে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতন হতে হবে সমাজের সকল অভিভাবকদের। পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের সকলকে দায়িত্ব নিতে হবে সন্ত্রাস ও নাশকতা রোধের।
পুলিশ সুপার আরো বলেন, পুলিশ সন্ত্রাসীদের আইনের আওতায় আনলেও অনেক ক্ষেত্রে দেখা গেছে, পুলিশ অপরাধীকে ধরার পর অপরাধীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সমাজের অনেকই অপারগতা প্রকাশ করেন। তিনি এসব কমিউনিটি পুলিশিং সমাবেশের মধ্য দিয়ে সমাজের সকল পর্যায়ের ব্যক্তিদের নিজ অবস্থান থেকে পুলিশ সদস্যদের সহায়তা করার আহ্বান জানান।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশের সভাপতিত্বে বিশেষ এতে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, এএসপি সার্কেল শেখ জাহিদ, আওয়ামী লীগ সভাপতি আনিছুন্নবী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুসহ অন্যরা।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেন, আতিয়ার রহমান, নেফাউর রহমান রাজু, আমিনুর রহমান, অনিসুল হক মোল্লা। প্যানেল মেয়র আনোয়ার হোসেন, সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, এসএম ফজলুর রহমান, স্বপন কুমার কুন্ডু, সেলিম সরদার, সেলিম আহমেদ, তামিমুল ইসলাম তামিম, রিফাজ বিশ্বাস লালন ও বাবুল আক্তার।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু ওবায়েদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।