রাজশাহীতে নারী কৃষকদের অধিকার ও স্বীকৃতি বিষয়ক কর্মশালা

প্রতিনিধি, রাজশাহী: খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযানের আওতায় রাজশাহীতে সাংবাদিকদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফ্যামের সহায়তায় সমষ্টি শনিবার এ কর্মশালার আয়োজন করে।

rajshahi agriculture workshop photo
কর্মশালায় অংশগ্রহণকারীরা।

সমষ্টির পরিচালক মীর মাসরুর জামানের পরিচালনায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন অক্সফামের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মোজাহিদুল ইসলাম নয়ন। কৃষিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা এবং উত্তরণের বিষয়ে আলোচনা করেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী এবং কৃষক জুলেখা বেগম।

কর্মশালায় খাদ্য নিরাপত্তায় নারীর অবদান, কৃষিতে নারীর অবদান ও স্বীকৃতি, গণমাধ্যমের করণীয়, নারী কৃষকদের নিয়ে ইস্যুভিত্তিক রিপোর্টিং এবং প্রতিবেদন পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আলোচনা হয়েছে। এ কর্মশালায় জাতীয় এবং আঞ্চলিক গণমাধ্যমের ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.