রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের জটিলতা নিরসন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদান, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি জটিলতা নিরসন, ৮ম জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিতে শনিবার কাউখালী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি বিদ্যালয়ে উপস্থিত থেকে সারাদেশে শিক্ষকদের এ কর্মসূচি পালনের জন্য ডাক দেয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায় বলেন, কাউখালী উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি পালিত হয়েছে। তিনি বলেন, আমাদের এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়। পেশাগত দাবি-দাওয়া সরকারের নজরে আনার জন্যই আমরা এ কর্মসূচি পালন করছি। আগামীকালও দুই ঘন্টা কর্মবিরতি পালনের কর্মসূচি রয়েছে।