মুক্তিযোদ্ধাদের নিয়ে শেরপুরে নাটাবের সভা

হাকিম বাবুল, শেরপুর: জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে যক্ষা নিয়ন্ত্রণে মুক্তিযোদ্ধাদের ভূমিকা শীর্ষক এক এ্যাডভোকেসি সভা রোববার শেরপুরে তথ্যধারা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নাটাবের শেরপুর জেলা শাখার সভাপতি ও দৈনিক সংবাদের ঝিনাইগাতী প্রতিনিধি হারুন অর রশিদ দুদুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিম মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিপন আহাম্মেদ। বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছুর রহমান ও নাটাবের ময়মনসিংহ অঞ্চল প্রতিনিধি কামরুজ্জামান প্রমুখ। এ্যাডভোকেসি সভায় ৩০ জন বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করে। বক্তারা বলেন, নাটাবের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে এরকম সভা ইউনিয়ন পর্যায়ে করার জন্য নাটাব কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.