যানজট কমাতে কুলাউড়া মেয়রের অন্যরকম উদ্যোগ

আজিজুল ইসলাম, মৌলভীবাজার: কুলাউড়ায় যানজট এখন প্রধান সমস্যা। আর ঈদবাজারে তা আরো প্রকট আকার ধারণ করেছে। যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতা এবং সচেতনতা বাড়াতে নিজেই মাইক হাতে সোমবার বিকেলে রাস্তায় নেমেছেন কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ।

কামাল উদ্দিন আহমদ জুনেদ জানান, যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে। পুরো শহর অচল হয়ে পড়েছে। তাই মাইক হাতে যানজটের মাঝে দাঁড়িয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছি। মানুষ এবং যানবাহন চালকদের অনুরোধ করেছি আইন মেনে চলতে। ট্রাফিকের নির্দেশনা মেনে চলতে।

Kulaura mayor initiative to ease traffic
যানজট নিরসনে প্রচার চালাচ্ছেন মেয়র।

মেয়র আরো জানান, মানুষ আমার আহ্বানে ব্যাপক সাড়া দিয়েছে। যানজটে দীর্ঘ অপেক্ষা কিছুটা হলেও কমেছে। কুলাউড়া শহর আমাদের সকলের। সকলের সহযোগিতায় আমরা একটি বাসযোগ্য কুলাউড়া গড়তে চাই।

এদিকে মেয়রের এমন ঘোষণা যখন মানুষের মধ্যে সাড়া ফেলেছে। তখন আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফি আহমদ সলমানও মাইক নিয়ে যানজট নিয়ন্ত্রণে মানুষের দৃষ্টি আকর্ষণে মাঠে নামেন।

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল জানান, এটা মেয়রের আরও আগে ভাবা উচিত ছিল। কারণ যানজট কুলাউড়াবাসীর দীর্ঘ একটা সমস্যা। তারপরও তার এই শুভবুদ্ধিকে স্বাগত জানাই। এটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে সহযোগিতার মনোভাব নিয়ে দেখা উচিত। সেটা করতে পারলে আমরা কুলাউড়াবাসী উপকৃত হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.