সরকারের লক্ষ্য জাতিকে শিক্ষিত করে সম্পদে পরিণত করা, দিনাজপুরে শিক্ষামন্ত্রী

রতন সিং, দিনাজপুর:  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জাতিকে শিক্ষিত করে দেশের সম্পদে পরিণত করার লক্ষ্যে নানামুখি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশ একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। জামায়াত-বিএনপি সহিংসতার মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে বার বার বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও সরকার জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে সমর্থ হয়েছে।

৪৪তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

উৎসবমুখর পরিবেশে রোববার দিনাজপুরে পাঁচদিনের ৪৪তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

রোববার সকাল ১০টায় দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ও দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিক এবং জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

বিশেষ অতিথি হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে একজন শিক্ষা অনুরাগী ও শিক্ষা দরদি। তাই তিনি দেশের পিছিয়ে পড়া ও হতদরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য উপবৃত্তি ও টিফিনের ব্যবস্থা করেছেন। জাতিকে শিক্ষিত করার ক্ষেত্রে বর্তমান সরকারের শিক্ষানীতি এক বৈপ্লবিক অধ্যায়ের সূচনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.