প্রতিনিধি,বরগুনা: কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বরগুনা শহরের পরিবেশ দূষণ হচ্ছে। সাধারণ নাগরিকরা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছে। বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় আমন্ত্রিত নাগরিকরা এসব অভিযোগ করেন।
বরিশাল ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ফেলো এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় জাগোনারীর পাঠশালা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মেয়র বলেন, ইতোমধ্যেই বরগুনা পৌরসভাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ‘আমাদের শহর আমরাই পরিচ্ছন্ন রাখবো’ এই স্লোগান নিয়ে ঈদের পরে বরগুনা পৌরসভায় সপ্তাহব্যাপী পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হবে। তাছাড়া পৌরসভার বর্জ্য রিসাইকল করে উৎপাদনমুখী কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর রইসুল আলম রিপন ও এ্যাডভোকেট রুহুল আমিন, সংস্কৃতিকর্মী মনোয়ার হোসেন, শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি শাহাবউদ্দীন সাবু, সাংবাদিক মুশফিক আরিফসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের কর্মকর্তা দিপু হাফিজুর রহমান।