বেড়াতে এসে ধর্ষণের শিকার হলো ৯ বছরের শিশু, ধর্ষক আটক

প্রতিনিধি, বরগুনা: বরগুনায় নয় বছরের এক শিশুকে ধর্ষণ করেছে নাসির উদ্দীন (৪৩) নামের এক ব্যক্তি। আজ (শনিবার) বেলা ১১টার দিকে বরগুনা শহরের থানা পাড়ায় ধর্ষণের শিকার হয় শিশুটি।

প্রচুর রক্তক্ষরণের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়ে যায়। প্রতিবেশীরা শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

nasir uddin allegedely raped a nine-year girl in Barguna
ধর্ষক নাসির উদ্দীন।

নাসির উদ্দীন ধর্ষণের কথা স্বীকার করে শিশুটির পরিবারের সঙ্গে আপোসের চেষ্টা করে। আপোস না হওয়ায় বেলা দেড়টার দিকে নাসির উদ্দীন পালিয়ে যেতে চাইলে কমিউনিটি পুলিশের সেক্রেটারি সুখরঞ্জন শীল এবং পৌর কমিটির সেক্রেটারি তাকে আটক করে থানায় সোপর্দ করে।

নাসির উদ্দীনের বাড়ি আমতলী উপজেলার আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে। নাসির উদ্দীন থানা পাড়ায় এক বাসায় কেয়ারটেকারের কাজ করতো। বাসার মালিক বাইরে যাওয়ার পর পাশের বাসায় বেড়াতে আাসা শিশুটিকে ডেকে জোরপূর্বক রুমে নিয়ে ধর্ষণ করে নাসির।

ঘটনার পর জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম ও পুলিশ সুপার বিজয় বসাক হাসপাতালে শিশুটিকে দেখতে যান এবং শিশুটির অবস্থা খারাপ দেখে দ্রুত বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। শিশুটির অবস্থা দেখে পুলিশ সুপারও অশ্রুসজল হয়ে পড়েন। তিনি বলেন, এমন দুর্ঘটনাকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। এ নিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.