মোস্তফা কামাল, কিশোরগঞ্জ : জমি সংক্রান্ত বিরোধে করিমগঞ্জ উপজেলার গাংগাইল গ্রামে ইব্রাহিম (৭০) নামে এক বৃদ্ধ কৃষক খুন হয়েছেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, ইব্রাহিমের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে তার চাচা ফালু মিয়ার বিরোধ চলে আসছিল। গতকাল রোববার দুপুরে গাঙ্গাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে চাচা ফালু ও ফালুর ছেলে সোহরাব বৃদ্ধ ইব্রাহিমকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।