প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযানে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ওই সাতজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো এনজিও আশার টাকা ছিনতাই মামলার আসামি কাউখালীর পারভেজ মহাজন (২৫), সুজন দাস (২৫), আনিস হাওলাদার (২৫), আমিনুল ইসলাম (২৪), সুবিদপরের হত্যা মামলার আসামি মো. আব্বাস (২৫) ও পলাতক আসামি গান্ডত গ্রামের সুজন বড়াল (২৭), রুবেল (২৪)।