স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ঘাট থেকে আসার পথে স্কুলপাড়া এলাকার মোল্লার ঘাটে ৬০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার দুপুরে পদ্মা নদী দিয়ে নৌকাযোগে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈশ্বরদীতে আসার সময় তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো দৌলতপুর জেলার ফিলিপনগর এলাকার আফাজ মন্ডলের ছেলে শাহীন ও একই এলাকার আব্বাস মন্ডলের ছেলে আরিফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ওবায়েদ জানান, মাজদিয়া স্কুল পাড়া মোল্লার ঘাটে কুষ্টিয়া থেকে আসা নৌকায় অভিযান চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে নৌকায় মাদকদ্রব্যের ব্যবসা করছিল। আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।