জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৫টি ফিসিং ট্রলারসহ ৬১জন ভারতীয় জেলেকে অটাক করেছে নৌ বাহিনী। মংলা থানার অফিসার ইনচার্জ মো: লুৎফর রহমান জানান, মংলা বন্দরের হিরণপয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় সোমবার রাতে অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় ওই এলাকায় টহলরত নৌ বাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলি ভারতীয় ৫টি ট্রলার ও ট্রলারে থাকা ৬১ জেলেকে আটক করে। আটকের পর মংলায় আনার পথে এক জেলে আত্মহত্যা করেছে।
আটক ভারতীয় জেলেদের মঙ্গলবার দুপুরে দিগরাজ নৌ ঘাঁটিতে আনার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও বেআইনিভাবে মাছ শিকারের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আটক ভারতীয় জেলেদেরকে বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আটক ট্রলারগুলো হলো এফ.বি ত্রিপদী, এফ.বি সত্য নারায়ণ, এফ.বি দাখিনা শহর, এফ.বি লক্ষ্মী নারায়ণ ও এফ.বি প্রদীপ। আটক সকল জেলের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলা ও জেলার কাকদ্বীপ এলাকায়।
এদিকে সোমবার রাতে আটকের পর মঙ্গলবার মংলায় আনার পথে ট্রলারের বাথরুমে ঢুকে সঞ্জয় শামন্ত (৩৫) নামের এক জেলে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে বলে জানায় পুলিশ। সঞ্জয় শামন্তের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। সঞ্জয় শামন্ত ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকার প্রফল্ল শামন্তের ছেলে।