প্রতিনিধি, বরগুনা: “বরগুনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্টই খারাপ, যতটা ভাল মনে হচ্ছে আসলে ততটা ভাল নয়; মাদক, জুয়া, বখাটেদের উৎপাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ইয়াবার নেশায় বরগুনার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এসব পরিস্থিতি দমনে পুলিশকে কঠোরভাবে কাজ করতে হবে। সেক্ষেত্রে যদি দলীয় নেতা-কর্মীরাও কোন অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকে তাদেরকেও কোনভাবে ছাড় দেওয়া হবে না, কারণ সাধারণ মানুষ শান্তি চায়।” বরগুনা জেলা পুলিশের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বরগুনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানকে সাধুবাদ জানিয়ে পুুলিশ প্রশাসনকে আরো সতর্ক হয়ে বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কঠোর হওয়ার আহবান জানান।
মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বরগুনা সদর উপজেলার সরকারি কলেজ এবং সরকারি মহিলা কলেজের এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬ কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনার সিভিল সার্জন ডা. মো. রুস্তুম আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, বরগুনা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু।
এ সময় অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বলেন, মাদক, যাত্রা-জুয়াকে কোনভাবেই ছাড় দেওয়া হবেনা। কারণ এই অপরাধগুলোকে কেন্দ্র করেই বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। তিনি আরো বলেন, বরগুনাকে যেমন পেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি ভাল রেখে যাওয়ার চেষ্টা করবো।