প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় কলাতলা ইউনিয়নের পিংগুড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শেখ ও বিশ্বাস গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের চিতলমারী ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহামুদ শেখ গ্রুপ ও ফরিদ বিশ্বাস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের লোকজন ঢাল-শড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে শেখ গ্রুপের জেসমিন (৩০), কালু শেখ (২১), দুলালি বেগম (৩৫), আমীর শেখ (৩০), হাসু শেখ (৩৫), মোজাহিদুল ইসলাম (৩৫), জিয়া শেখ (৩০), তজু শেখ (৩৫) ও জাহিদ শেখকে (১৭) চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গৃহবধু জেসমিনের অবস্থা আশংকাজনক।
অপরদিকে, বিশ্বাস গ্রুপের হোসেন বিশ্বাস (১৮), আসাদ উদ্দিন বিশ্বাস (৪০), পান্না বিশ্বাস (৪৪), ঠান্ডা বিশ্বাস (৬০), দাউদ বিশ্বাস (৩৫), হোসনেয়ারা বেগম (৩৫), ফারুক বিশ্বাস (২৩) ও মাহাবুব বিশ্বাসকে (১৮) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।