প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতা উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি শেষে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এম.পি।

পরে স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের এম.পি হেপী বড়াল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলিম উদ্দিন, সিভিল সার্জন অরুন চন্দ্র মন্ডল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রোকন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার মো: শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম প্রমুখ।
তিন দিনব্যাপী এ মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ টি স্টল প্রদর্শিত হয়। এই স্টলগুলোতে বিভিন্ন খাতের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র জনসাধারণকে অবহিত করতে নানা বিষয় তুলে ধরা হচ্ছে। মেলায় উন্নয়নমূলক প্রামান্যচিত্র প্রদর্শনী, পট গান, আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।