প্রতিনিধি, খুলনা: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজের শহীদ মিনারের পদদেশে এ মানববন্ধন কর্মিসূচি পালন করা হয়। এর আগে শিক্ষার্থীরা সকাল থেকে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বলেন, প্রশ্ন যদি হবে ফাঁস, পড়ব কেন বারো মাস’, ‘সুচিকিৎসা কি যাবে ঘরে, প্রশ্ন পেলে বাজার দরে?’ , ‘প্রশ্নপত্র ফাঁস হলে; দেশ যাবে রসাতলে’।
মানববন্ধনে বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা বলেন, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া গেছে। তাই এই পরীক্ষা বাতিল করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষার্থী মিনহাজুর রহমান। এ কর্মসূচিতে অভিভাবকরাও অংশ গ্রহন করেন।
অভিভাবক আয়েশা বেগম বলেন, যারা মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য রাত দিন পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছেন, তারা কেউ এই প্রশ্নপত্রের পেছনে ছুটতে যাননি। তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলো। যারা পড়াশোনায় পিছিয়ে রয়েছে, তারা এই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।
তিনি প্রথমে এই পরীক্ষার ফলাফল স্থগিত করে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।