প্রতিনিধি, বাগেরহাট: বঙ্গোপসাগরের দূবলার চর এলাকায় আকষ্মিক ঝড়ে নিখোঁজ জেলেদের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে। এসময় উদ্ধার হওয়া ১৩ জনকে নগদ ৩ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করা হয়।

বুধবার কচুয়া উপজেলার বগা জেলে পল্লীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি টাকা ও চাল নিখোঁজ জেলে ও উদ্ধার হওয়া জেলেদের পবিবারের হাতে তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোহাম্মদ মামুল-উল-হাসান, উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুজিবর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান সেলিম হাজরা, মহিলা ভাইচ চেয়ারম্যান নাজমা সরোয়ার, ইউপি সদস্য আজাদ বালী প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে বঙ্গোপসাগর সংলগ্ন দূবলার চর এলাকায় আকষ্মিক ঝড়ের কবলে পড়ে ৮টি ট্রলার ডুবে যায়। এতে অর্ধশত জেলে নিখোঁজ হয়।