মো: ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর (লক্ষ্মীপুর): বিএনপির সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের কমলনগরের বাসভবনে শুক্রবার বিকালে হামলা ও ভাংচুরের ঘটনায় ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন বিএনপির আহবায়ক আবদুল ওয়াদুদ হাওলাদার, বিএনপি কর্মী আলমগীর, কিংকন, আবু তাহের এবং যুবলীগ কর্মী মান্নান ও ছাত্রলীগ কর্মী রাজু।
উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী জানান, বাসভবনের ভেতরে ফলকন ইউনিয়ন সম্মেলন চলাকালে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা অতর্কিতে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাসভবনের দরজা-জানালার কাঁচ ভাঙচুর করা হয়।
এছাড়া সম্মেলনের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর গাড়ির কাঁচ, ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ছাড়া ইট পাটকেলের আঘাতে তাদের চার কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।
এদিকে কমলনগর উপজেলা যুবলীগ সভাপতি ফজলুল হক সবুজ জানান, বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই। তিনি ঘটনাকে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের জের দাবি করেন। একই সঙ্গে যুবলীগের দুই নেতা আবদুল মান্নান ও আবদুস সামাদ ওই এলাকার পথচারী হয়ে আহত হয় বলে উল্লেখ করেন তিনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ জানান, বিএনপির সম্মেলন চলাকালে ছাত্রলীগ-যুবলীগের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।