মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনে ৭ মাসের অন্ত:সত্ত্বা তানজিনা মারা গেছেন বলে অভিযোগ করেছেন তার বাবার বাড়ির লোকেরা। মৃত্যুর পর দ্রুত লাশ দাফন করতে গেলে বাধার মুখে তা প- হয়ে যায়, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
সদর উপজেলার কাচারিপাড়ার দ্বীন ইসলামের মেয়ে তানজিনাকে (২০) প্রেম করে ১১ মাস আগে একই গ্রামের মজিদ মিয়ার ছেলে রুহেল (২২) বিয়ে করেন। কিন্তু দিনমজুরের মেয়ে তানজিনাকে রুহেলের পরিবার গ্রহণ করতে রাজি হয়নি। তানিজনা ৭ মাসের অন্ত:সত্ত্বা ছিল। এ অবস্থায় তাকে মঙ্গলবার রাতে শ্বশুরবড়ির লোকেরা বেদম মারপিট করে। বুধবার সকালে তাকে আহত অবস্থায় বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তানজিনাকে শহরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে বিকালে তিনি মারা যান। এরপর শ্বশুরবাড়ির লোকেরা তাড়িঘড়ি লাশ দাফন করতে চাইলে তানজিনার বাবার বাড়ির লোকেরা বাধা দেন। খবর পেয়ে শুক্রবার দুপুরে সদর থানার পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। তানজিনার শ্বশুরবাড়ির পুরুষ লোকেরা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
সদর থানার ওসি মীর মোশারফ হোসেন এ ব্যাপারে জানান, লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন সেই অনুসারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।