রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে নাশকতা ও জঙ্গী সংক্রান্ত হত্যা ঘটনায় বিচারাধীন ২টি মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে পাবলিক প্রসিকিউটর, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তদারকি করার নির্দেশ দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, জেলার বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলায় সংঘটিত নাশকতা ও হত্যা ঘটনায় ২টি জঙ্গী সংক্রান্ত মামলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ আদালতে বিচারাধীন রয়েছে। মামলা ২টি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সরকারি সাক্ষীরা চাকরির কারণে ঘটনাস্থল পরিবর্তন হওয়ায় তাদের আদালতে হাজির করতে সময় লাগছে। এরপরেও সাক্ষীদের আদালতে হাজির হয়ে সাক্ষ্য নেয়ার জন্য পুলিশের মাধ্যমে সমন এবং ওয়ারেন্ট দিয়ে যোগাযোগ চলছে।
গত ২৮ সেপ্টেম্বর শীর্ষ জঙ্গী শহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় অপর ২ জঙ্গী রফিকুল ইসলাম ও শাহিনুর ইসলাম ঢাকায় অন্যান্য মামলায় জেল কারাগারে আটক থাকায় তাদেরকে কারা কর্তৃপক্ষ ধার্য তারিখে আদালতে হাজির করতে পারেনি। ফলে আইনগত জটিলতার কারণে ৩ জন সাক্ষী আদালতে হাজির করা হলে তাদের সাক্ষ্য নেয়া সম্ভব হয়নি। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। বিচারক আগামী ধার্য তারিখে ওই ২ জন শীর্ষ জঙ্গীকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করার জন্য দিনাজপুর জেল সুপারকে নির্দেশ দিয়েছেন। অপর শীর্ষ জঙ্গী ভাগ্নে শহীদের মামলাটি ২ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। নিরাপত্তার স্বার্থে ২টি মামলা একই দিনে দিন ধার্য করে বিচার কার্য দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা নেয়া হয়েছে।