মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পুলিশের এসআই, প্রাইমারি স্কুলের শিক্ষকসহ বিভিন্ন পদে চাকরি এবং ব্যাংক থেকে মোটা অংকের লোন পাইয়ে দেয়ার নামে ২৩ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশ দুই সহোদর মামুন প্যাদা (২৫) ও সোনা প্যাদাকে (২২) গ্রেফতার করেছে।
কলাপাড়া মহিপুর মৎস্য বন্দর থেকে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তবে এ চক্রের মূল হোতা আইউব প্যাদা ও ইউসুফ প্যাদাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদের বাড়ি মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। এ ঘটনায় প্রতারণার শিকার হালিম মোল্লা কলাপাড়া থানায় একটি মামলা করেছেন।
মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, আসামিরা বিভিন্ন পদে চাকরি দেয়ার নামে এ বছরের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন সময় চেক এবং নগদ টাকায় মোট ২৩ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়।
পরবর্তীতে কারও চাকরি না দিয়ে এ প্রতারক চক্র আত্মগোপনে থাকে। ভুক্তভোগীরা তাদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে খুন-জখমের হুমকি দেয়।
কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে এদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।