বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ডিমওয়ালা মা ইলিশ শিকারের অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে ইলিশ ও জালসহ ৩২ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত পুলিশ, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক জেলেরা হচ্ছেনÑরামগতি উপজেলার বাসিন্দা মো. সেলিম (২৮), শাহাদাত হোসেন (২১), মো. হারুন (৩২), আকবর হোসেন (১৮), মো. রায়হান (১৮), আব্দুল হালিম (১৮), মো. ইউছুফ (২০), মো. সিরাজ (২২), আয়ুব নবী (১৮), এনাম হোসেন (২৭), আব্দুল করিম (১৮), মো. রাশেদ (২২), মো. সবুজ (২৩), আবদুর রহিম (২৭), মো. রিপন (২৫), ওসমান গণি (১৯), মো. আলাউদ্দিন (২৫), নবীর হোসেন (২১), মো. জুয়েল (১৮), রিয়াজ উদ্দিন (২৬), মো. আলম (২৩) ও আ. সহিদ (১৮)। আটক অপর জেলেদের নাম-পরিচয় জানা যায়নি।
রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম জানান, মা ইলিশ রক্ষায় শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে। ওই সময় নদীতে মাছ শিকারের সময় আট হাজার মিটার জাল ও ১০ কেজি মা ইলিশসহ ২২ জেলেকে আটক করা হয়।
তিনি জানান, আটককৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছগুলো গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।
অপরদিকে, কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সাত হাজার মিটার জালসহ ১০ জেলেকে আটক করা হয়েছে।
তিনি জানান, আটককৃত জাল আগুন লাগিয়ে পুড়ে ফেলা হবে এবং আটক জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫দিন ইলিশের ভরা প্রজনন মৌসুম হওয়ায় মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মাছ শিকার নিষিদ্ধ রয়েছে।