হাকিম বাবুল, শেরপুর: মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত শেরপুর পাতাবাহার খেলাঘর আসরের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২ অক্টেবর শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে শহরের নিউমার্কেট প্রথম গেইটে পাতাবাহার খেলাঘরের নবনির্মিত ভবনে এক শিশুকিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম লোকমান হোসেন।
পাতাবাহারের সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, খেলাঘর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সম্পাদক নন্দ সাহা, কবি-সাংবাদিক তালাত মাহমুদ, মলয় চাকী, অ্যাডভোকেট শক্তিপদ পাল, মমিনুর রহমান মমিন, আবৃত্তিকার হৃদয় দাম প্রমুখ।
অনুষ্ঠানে পাতাবাহার খেলাঘর আসরের সঙ্গীত ও চরুকলা একাডেমির ক্ষুদে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ১৯৭৩ সালের ২ অক্টোবর মুক্তিযোদ্ধা বিপ্লব দে পাতাবাহার খেলাঘর আসর প্রতিষ্ঠা করেন।