মোস্তফা কামাল, কিশোরগঞ্জ : করিমগঞ্জে স্বামীর হাতে হেনা আক্তার (২৫) নামে দুই সন্তানের মা খুন হয়েছেন। পারিবারিক কলহের জের ধরে রোববার ভোর রাতে করিমগঞ্জের গুজাদিয়া পাথারিয়া পাড়া গ্রামের খোকন মিয়া তার স্ত্রী বড়কান্দা গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে হেনার ওপর শারীরিক নির্যাতন চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই ঘাতক খোকন পালিয়ে গেছে। সকালে স্থানীয়রা করিমগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে করিমগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র মজুমদার জানিয়েছেন। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানিয়েছেন।