মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: নেত্রকোনা-মদন সড়কে রোববার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- হান্নান (৪০), বারেক (৩৫), মর্জিনা (২৬), নয়ন (৩৫), রোকসানা (৫০), সখিনা (৫০), ইসলাম উদ্দিন (৭০), আব্দুল হামিদ, সীমা (১৯), আব্দুর রহমান (৭০), মুক্তা, শিউলী (৫০), রুবেল (২৬), এমদাদুল (৩৫), শামছু মিয়া (৭০), সোহরাফ (২৮), একলাছ (৩২), বাবুল, মালেক (৫০), হোসেন (২৫), নগেন্দ্র বর্মন (৬০), জহিরুল, সাহারা (৫০), শফিকুল (৩৫), মনি (১২) ও আব্দুল ছোবহান (৪৩)। তাদের বাড়ি নেত্রকোনা সদর, মদন, বারহাট্রা, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও আটপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি রোববার দুপুরে মদন উপজেলা সদর থেকে নেত্রকোনা আসার পথে ওই সড়কের লক্ষ্মীগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।