মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর ((লক্ষ্মীপুর): ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশানের (ফারিয়া) সদস্যরা ৫ দফা দাবিতে সোমবার সকাল ১০টায় রায়পুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলমের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত এ মানববন্ধন করা হয়। কর্মসূচিতে সংগঠনের সভাপতি মহানন্দ অধিকারী ও সাধারণ সম্পাদক সুলতান নাসির উদ্দিনসহ দু’শতাধিক সদস্য (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) অংশগ্রহণ করেন।
‘ফারিয়া’ সূত্র জানায়, সরকারি স্কেলের ৭ম গ্রেডের সমপরিমাণ বেতন নির্ধারণ, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ, ডিএসহ অন্যান্য ভাতা প্রদান, চাকুরির নিশ্চয়তা, নির্দিষ্ট নীতিমালা, ফারিয়াকে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি ভোগসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নিয়োগ কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করাই এ মানববন্ধনের উদ্দেশ্য।
রায়পুরে ‘ফারিয়া’ অফিস উদ্বোধন
‘ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশানের (ফারিয়া)’ রায়পুর শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের বাসস্ট্যান্ডস্থ হাজী ওহাব মডেল টাওয়ারের নিচ তলায় এ অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোস্তফা খালেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলম, মেডিকেল অফিসার ডা. রাশেদুন নবী হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারিয়ার সভাপতি মহানন্দ অধিকারী। সঞ্চালনা করেন মো. ফখরুল ইসলাম। সমন্বয় করেন সাধারণ সম্পাদক সুলতান নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের দু’শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।