মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: নেত্রকোনা শহরের সাতপাই লেভেল ক্রসিংয়ে সোমবার দুপুরে ট্রেনের ধাক্কায় ৪ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মেইল ট্রেন মহুয়া এক্সপ্রেস সাতপাই এলাকার লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
এসময় ট্রাকটি সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকসাকে চাপা দিলে অটোর চালক পূর্বধলা উপজেলার বাইরল গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে সবুজ মিয়া (৪৫), যাত্রী নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে ছায়েদ মিয়া (৪০), ময়মনসিংহের হালুয়াঘাটের মোবারক হোসেন (২০) ও অজ্ঞাত এক জনসহ চারজন গুরুতর আহত হন।
আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।