প্রতিনিধি, লক্ষ্মীপুর: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার হাজিগঞ্জ মাদ্রাসার সাবেক শিক্ষক মো. ইউছুফকে (৭৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে দিকে পুলিশ হাজিগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তিনি গ্রেফতার হন।
বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার দুপুরে মো. ইউছুফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেন। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।