হাকিম বাবুল ও এম সুরুজ্জামান, শেরপুর: বাস চাপা পড়ে শেরপুরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র আতিকের মৃত্যুর ঘটনায় শেরপুর-জামালপুর সড়কে বেঞ্চ ও বাঁশ ফেলে যানচলাচল বন্ধ করে দেয় ওই স্কুলের শিক্ষার্থীরা। এ সময় ঘাতক বাসচালকের ফাঁসির দাবি ও শহরের ভিতরের সড়ক দিয়ে দূরপাল্লার সকল যান চলাচল বন্ধের দাবিতে স্লোগান দেয় তারা।
শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সকল যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঘাতক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে তার একই দাবিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে।
সোমবার বিকালে বকশীগঞ্জ থেকে ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি বাস শহরের মধ্য শেরীপাড়া এলাকায় দশম শ্রেণির ছাত্র আতিকুর রহমান আতিককে (১৬) চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সহপাঠীসহ ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে।
আতিক শহরের মধ্যশেরী মহল্লার শফিকুর রহমানের ছেলে। সে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার দশম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার সকল ১০টায় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।