মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): ৬৯টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আজিজ ওরফে শাকিল (১৯) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের মোল্লারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাকিল ওই গ্রামের মিয়াজী বাড়ির মনসুর মিয়ার পুত্র।
গোপন সংবাদ পেয়ে আজ (৬ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে র্যাবের একটি দল মোল্লারহাট বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ শাকিলকে আটক করে। সন্ধ্যায় তাকে রায়পুর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করেছে।
সহকারী পরিচালক এএসপি মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে র্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।