প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মহানগরীর সিটি বাইপাসের বহরমপুর মোড়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনার পর ওই অ্যাম্বুলেন্সে করে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, নগরীর রাজপাড়ার সিরাজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ মামুন (৪৫) ও মতিহার থানার শ্যামপুর এলাকার মাজদার আলীর ছেলে মুন্টু (৩৫)। নিহত মামুন নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর রহমান জানান, নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার দবির উদ্দিন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে ফিরছিল। এসময় বহরমপুর মোড়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। পরে ওই অ্যাম্বুলেন্সে করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।